BRAKING NEWS

রুদ্রপ্রয়াগে পৌঁছে কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

রুদ্রপ্রয়াগ, ২০ অক্টোবর : রুদ্রপ্রয়াগে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডে সরকার গঠনের পর তৃতীয়বার এরাজ্যে এলেন তিনি। রুদ্রপ্রয়াগে পৌঁছানোর পর সকাল ১০টা নাগাদ কেদারনাথ মন্দিরে যান। সেখানে পুজো দেন। সঙ্গে ছিলেন রাজ্যপাল কে কে পাল, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরাখণ্ডের বিজেপি রাজ্য সভাপতি অজয় ভাট ও অন্য মন্ত্রীরা।
সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমিয়েছে দলের কর্মী-সমর্থকরা। প্রধানমন্ত্রীর অপেক্ষায় উপস্থিত প্রায় বিজেপি-র ৪ হাজার দলীয় কর্মী। ১০টা নাগাদ হেলিকপ্টারে মন্দিরে আসেন মোদী। ১০টা ১৭ মিনিটে পুজো দেন। তাঁর জন্য ২০ মিনিটের বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। এর আগে ৩ মে কেদারনাথ ধামে এসেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সফরের পরই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। শনিবার থেকে ফের কেদারনাথের মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। শীতের জন্য ছ’মাস বন্ধ থাকবে। এদিন প্রধানমন্ত্রী আদি শঙ্করাচার্যের সমাধির পুনর্নির্মাণের কাজেরও শিলান্যাস করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *