ইসলামাবাদ, ২০ অক্টোবর (হি.স.) : পাকিস্তানের বন্দর এলাকা গদরে গ্রেনেড হামলা | বৃহস্পতিবার রাতে এই গ্রেনেড হামলায় গুরুতরভাবে ২৬ জন শ্রমিক জখম হয়েছেন । জানাগেছে এই শ্রমিকরা চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ তৈরির কাজে নিযুক্ত ছিলেন । গ্রেনেড হামলায় নিহতের খবর এখনও পাওয়া না গেলেও বন্দর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে শ্রমিকরা তাদের হোস্টেলে নৈশভোজ করছিলেন। তখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে হোস্টেল লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। এই হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। প্রাথমিক তদন্তে বিচ্ছিন্নতাবাদী কেউ এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। বালুচিস্তানের কাছে এই বন্দর এলাকায় আফগানিস্তান ও ইরানের সীমান্ত রয়েছে। তাই জঙ্গি নাশকতার যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
2017-10-20

