BRAKING NEWS

রাজধানী দাঁড়িয়ে স্টেশনে, ট্রায়াল রান নিয়েই ধোঁয়াশা, আনুষ্ঠানিক যাত্রাও অনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ রাজধানী এক্সপ্রেসের ঝা চকচকে বগিগুলি দাঁড়িয়ে রয়েছে আগরতলা রেল স্টেশনে৷ রাজ্যবাসী প্রহর গুণছেন আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লি কবে যাবেন৷ রেল সূত্রে জানা গেছে, আগামীকাল আগরতলা থেকে লামডিং পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান হতে পারে৷ তবে, এনিয়ে রীতিমত ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ সংবাদ লেখা পর্যন্ত আগরতলা রেলস্টেশনে মালিগাও পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের হেড কোয়ার্টার থেকে রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান সম্পর্কিত কোন বার্তা আসেনি৷ সূত্রের খবর, মালিগাওয়ে রেল কর্তারা এ বিষয়ে একাধিক বৈঠক করেছেন৷ তবে, আগামীকালই আগরতলা থেকে লামডিং পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান হওয়ার বিষয়ে বৈঠকে রেল কর্তারা ঐক্যমতে পৌঁছাননি৷ এদিকে, রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরু করা সম্ভব নয়৷ কারণ, ট্রায়াল রান সফলতার সাথে সম্পন্ন হলেই রাজধানী এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রায় সবুজ সংকেত মিলবে৷ সূত্র অনুসারে জানাগেছে, রাজধানী এক্সপ্রেসের ট্রায়াল রান সফলতার সাথে সম্পন্ন হওয়ার পর ৭-১০ দিনের মধ্যে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বহু প্রতিক্ষিত দ্রুত গতির এই এক্সপ্রেসটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *