BRAKING NEWS

অমিত শাহ ও নরেন্দ্র মোদি রাজ্যে দুটি করে নির্বাচনী জনসভায় অংশ নেবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি করে জনসভায় অংশ নেবেন৷ সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক৷ তিনি জানান, ১৫ই নভেম্বর থেকে ডিসেম্বর ১৫এর মাঝামাঝি সময়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে দুটি র্যালিতে অংশ নেবেন৷ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিসেম্বর থেকে জানুয়ারীর মধ্যে রাজ্যে দুটি জনসভায় অংশ গ্রহন করবেন৷ মূলত, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত করার লক্ষ্যেই দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসবেন৷
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবার রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তথা রাজ্যের মুখ্য মন্ত্রী পদত্যাগ দাবি করেছে বিজেপি৷ বিজেপির মতে স্বদলীয় সাংসদদের পরোক্ষ অনাস্থা প্রদর্শনের পর মানিক সরকারের আর ক্ষমতায় টিকে থাকার কেন নৈতিক অধিকার নেই৷ সোমবার রাতে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক বলেন, এতদিন ধরে আমরা যা বলে আসছিলাম তাই গতকাল বলেছেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ সেপ্ঢেম্বর মাসের ১৯ তারিখ থেকে টানা রাজনৈতিক সংঘর্ষে কর্তব্যরত পুলিশের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সামনেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন সিপিআইএম’র সাংসদ তথা ত্রিপুরা উপজাতি গণমুক্তিে পরিষদের সভাপতি৷ জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যের পর এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত৷ তিনি আরও বলেন, বিরোধীদের এতদিনের অভিযোগ গুলি তিনি খন্ডন করে আসছিলেন৷ কিন্তু স্বদলীয় সাংসদের এহেন বক্তব্যের পর তিনি এখন মৌনিবাবা সেজে আছেন৷ শুধু তাই নয়, রাজ্য থেকে নিবাচিত এই দলের অপর সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সম্প্রতি এক সরকারী অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণকীর্তন করেছেন ৷ উল্লেখ করা যেতে পারে, জিতেন্দ্র চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেছিলেন, ১৯ এবং ২০ সেপ্ঢেমবত্ম্র রাজ্যে বিভিন্ন স্থানে আইপিএফটি যে সব হামলা সংগঠিত করেছে তা পেছনে পুলিশের একটি ক্ষুদ্র অংশের সহায়ক ভূমিকা ছিল৷ কয়েকটি ক্ষেত্রে আক্রমণকারীদেরদ্ধক্ তুলনায় পুলিশের সংখ্যা অনেক বেশী ছিল৷ কিন্তু সেসব ক্ষেত্রে পুলিশ হামলাকারীদের প্রতিরোধ করার কোন উদ্যোগই নেয়নি৷ অনেক ক্ষেত্রে পুলিশের একটি অংশ হামলাকারীদের পক্ষে সহায়ক ভূমিকা নিয়েছে৷
রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জন দরবারে চার্জশিট করল বিজেপি৷ গত ২৫ বছরের সিপিআইএম এর জমানায় যে সমস্ত দুর্নীতি ঘটনা সংগঠিত হয়েছে সেগুলিও স্থান পেয়েছে এই চার্জশিটে৷ সোমবার রাতে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক চার্জশিট প্রকাশ করে বলেন, গত ২৫ বছরে নারী নির্যাতনে এরাজ্য সেরা দেশে রেকর্ড গড়েছে৷ একেই সঙ্গে ব্যাপকভাবে দুর্নীতি সংগঠিত হয়েছে৷ সরকারি অর্থ নয়ছয় হয়েছে৷ এসবের বিরুদ্ধে কোন তদন্ত হয়নি৷ দোষীদের শাস্তি পাওয়া তো দূরের কথা৷ সংশ্লিষ্ট বিষয়গুলি স্থান পেয়েছে চার্জশিটে৷ সুবল ভৌমিক জানান, আরও বেশ কিছু বিষয় এই চার্জশিটে যুক্ত হবে৷ আগামী কিছুদিনের মধ্যেই নতুন আরও কিছু বিষয় প্রকাশ্যে আনা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *