BRAKING NEWS

জেএনইউয়ের নিখোঁজ ছাত্র নাজিবের হদিশ পাচ্ছে না সিবিআইও

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): একবছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন জেএনইউয়ের ছাত্র নাজিব আহমেদ। কয়েকজন সহপাঠীর সঙ্গে গোলমালের পরে নিখোঁজ হন নাজিব। এরপরে‌ ঘটনার শুরু করে দিল্লি পুলিশ।
তবে তদন্তে দিল্লি পুলিশের ভূমিকায় সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। এরপরে চলতি বছরের মে মাসে মামলাটি সিবিআইয়ের হাতে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, এরপরেও সিবিআই অন্ধকারে। এখনও পর্যন্ত নাজিবের কোনও হদিশ পায়নি সিবিআই। প্রসঙ্গত, জেএনইউয়ের বায়োটেকনোলজি বিভাগে এমএসসি পড়তেন নাজিব। থাকতেন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের সঙ্গে নাজিবের বচসা হয় সেইসময়ে। তারপর থেকেই নাজিবের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেকে খুঁজে পাওয়ার জন্যে নাজিবের মা ফতিমা নাফিজ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দিল্লি হাইকোর্ট নাজিবকে খুঁজে বের করার জন্যে পুলিশকে নির্দেশ দেয়। সেইসময়ে হাইকোর্ট মন্তব্য করে, রাজধানী থেকে জলজ্যান্ত একজন মানুষ এভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারেন না। কিন্তু দিল্লি পুলিশ নাজিবের কোনও হদিশ দিতে পারেনি। এরপরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তবে সিবিআইও এখনও পর্যন্ত একইভাবে অন্ধকারে রয়েছে বলে জানা গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *