BRAKING NEWS

২৬/১১-র মুম্বই বিস্ফোরণের পর পাক বিদেশ মন্ত্রীকে ভারত ছাড়তে বলেছিলেন প্রণব

মুম্বই, অক্টোবর (হি.স.) : ২৬/১১-র মুম্বই বিস্ফোরণের পর পাকিস্তানের বিদেশমন্ত্রীকে ভারত ছাড়তে বলেছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ৷ সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী দ্যা কলিশন ইয়ার্স ১৯৯৬-২০১২৷ সেখানেই প্রকাশ পেয়েছে এই তথ্য৷ শুধু সাংবাদিক বৈঠক নয়৷ সেখানে বলা হয়েছে, ২০০৮ সালের ২৬/১১ মুম্বইয়ে ভয়ানক বিস্ফোরণ হয়৷ তখন ভারতের বিদেশমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ সেই সময় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহেমুদ কুরেশি ভারত সফরে এসেছিলেন৷ তখন পাক বিদেশমন্ত্রীকে ভারতের বিদেশমন্ত্রী বলেছিলেন, “শিগগিরই দেশ ছেড়ে চলে যান”৷ একপ্রকার ঘাড় ধাক্কা খেয়েই সেদিন ভারত থেকে বিদায় নিতে হয়েছিল কুরেশিকে৷
হামলার দিন রাতে প্রণবের সঙ্গে ডিনারে বসার পরিকল্পনা ছিল কুরেশির৷ কিন্তু সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়৷ ২৬/১১ হামলার পর ওই বছর ২৬ নভেম্বর একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী মেহেমুদ কুরেশির৷ সেই খবর প্রণব মুখোপাধ্যায়ের কানে পৌঁছন৷ তিনি এক সাংবাদিক মারফৎ বার্তা পাঠান পাক বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি তৎক্ষণাৎ কথা বলতে চান৷ এরপর সেই অনুষ্ঠানে পৌঁছন তিনি৷ সেখানেই পাক বিদেশমন্ত্রীকে বলেন, “এই পরিস্থিতিতে আপনার ভারতে থাকা উচিৎ নয়৷ আপনাকে পরামর্শ দিচ্ছি এখুনি ভারত ছেড়ে চলে যান৷ আমার সরকারি বিমান আপনাকে বাড়ি পৌঁছে দেবে৷ কিন্তু সিদ্ধান্ত যত তাড়াতাড়ি নেওয়া যায়, তত ভালো৷” তখন কেন্দ্রে ছিল ইউপিএ সরকার৷ বিজেপি ছিল বিরোধী দল৷ বিজেপি তখন অভিযোগ তুলেছিল, পাকিস্তানের উপর কোমল মনোভাব দেখাচ্ছে ভারত সরকার৷ তবে ইসলামাবাদ হামলার অভিযোগ অস্বীকার করে৷
উল্লেখ্য, পাকিস্তানস্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তইবা ২০০৮ সালে মুম্বইয়ের তাজ, ওয়েরয় হোটেলে হামলা চালায়৷ দিনটা ছিল ২৬/১১৷ হামলায় ১৬২ মানুষ মারা গিয়েছিল৷ আহত হয়েছিলেন ৩০০ জন৷ চারদিনের জন্য থমকে গিয়েছিল ভারতের বাণিজ্যনগরী৷ ঘটনার পর মাত্র একজনব জঙ্গিকে ধরা যায়৷ নাম আজমল কাসভ৷ ২০১২ সালের ২১ নভেম্বর তাকে ফাঁসিতে ঝোলানো হয়৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *