২০২০ সালের মধ্যে চিন সীমান্ত লাগোয়া চারটি প্রধান সড়ক তৈরি করবে ভারত

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : ২০২০ সালের মধ্যে চিন সীমান্ত বরাবর চারটি প্রধান সড়ক তৈরি করার সিদ্ধান্ত নিল ভারতীয় সেনাবাহিনী। সেনার নর্দান কম্যান্ড সূত্রে জানানো হয়েছে চিন সীমান্ত লাগোয়া মূলত চারটি প্রধান অঞ্চলের সঙ্গে সংযোগ আরও বেশি সুদৃঢ় করার উদ্দেশ্যে এই রাস্তাগুলির তৈরির কাজ ২০২০ সালের মধ্যে শেষ করা হবে। এর ফলে নীতি, লেপুলেখ, থাংলা ১, সাংচোকলা মতো অঞ্চলগুলির সঙ্গে সড়ক পথের মাধ্যমে যোগাযোগ আরও বেশি সুদৃঢ় হবে।

এই সড়কগুলি তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি চিন সীমান্ত লাগোয়া সেনা ছাউনিগুলির উন্নতি সাধনের লক্ষ্যে ১৫ শতাংশ অর্থ মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্যে ডোকলাম ৭৩ দিনের ভারত-চিনের দ্বৈরথকে কেন্দ্র করে এবং চিনের বিস্তারবাদের বিরুদ্ধে মোকাবিলা করার পাশাপাশি সীমান্তে নজরদারি আরও বেশি বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে।