BRAKING NEWS

গুজরাত বিধানসভা নির্বাচনে ১৫০টিরও বেশি আসন পাবে বিজেপি, দাবি যোগী আদিত্যনাথের

নভসারি, ১৪ অক্টোবর (হি.স.): আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে ১৫০টিরও বেশি আসন পাবে বিজেপি। শনিবার এই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গুজরাত বিধানসভায় দেড়শোর বেশি সংখ্যক আসনে বিজেপির জয়লাভের কারণ ব্যাখ্যা করে যোগী আদিত্যনাথ বলেছেন, নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন উন্নয়নের যে কাজ করেছেন, বিধানসভা নির্বাচনে তার ফল পাবে বিজেপি। পাশাপাশি তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাত এবং দেশের অন্য রাজ্যগুলির জন্যে উন্নয়নের যে রোড ম্যাপ তৈরি করেছেন, গুজরাত বিধানসভা নির্বাচনে তার ইতিবাচক ফল পাবে বিজেপি।
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গত ২০ বছরে গুজরাতে মাথাপিছু রোজগার ১০ গুণ বেড়েছে। তাছাড়াও, গুজরাতে প্রভূত উন্নয়ন হয়েছে। বহুগুণ বেড়েছে কর্মসংস্থা্ন।
কংগ্রেসে‌র ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী সম্প্রতি গুজরাতের মন্দিরগুলি পরিদর্শন করেছেন। এনিয়ে রাহুলকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেছেন, সস্তায় প্রচার পেতে গিয়ে রাহুল নিজেকে হাস্যকর করে তুলছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *