১২ তারিখ মধ্যরাত থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কেন্দ্রকে চাপ দিতে আগামী ১২ তারিখ মধ্যরাত থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিল সর্বভারতীয় সংগঠন ইউনাইটেড পেট্রোলিয়াম ফ্রন্ট।
সংগঠনের এক কর্তার অভিযোগ, গত বছর ৪ নভেম্বর প্রতিশ্রুতি দিয়েও তাদের কোনও দাবি পূরণ করেনি তেল সংস্থাগুলি। ওই কর্তা জানান, তেল সংস্থাগুলি তাদের বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। এই তালিকায় ছিল বিনিয়োগের রিটার্ন, ছয় মাস অন্তর ডিলারদের লাভ্যাংশের পুনঃবিচার, লোকবলের প্রয়োজনীয়তা, ডিলারদের ক্ষতির সমীক্ষা ইত্যাদি। এরপরও সরকার তাদের দাবি না মানলে আগামী ২৭ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।