BRAKING NEWS

বিজেপিতে মহিলাদের গুরুত্ব নেই অভিযোগ তুলতে গিয়ে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী

আমেদাবাদ-নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : বিজেপিতে মহিলাদের গুরুত্ব নেই অভিযোগ তুলতে গিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। আরএসএস–এর শাখায় শর্টস পরা কোনও মহিলা দেখেছেন কিনা প্রশ্ন তুলে বিজেপির তীব্র আক্রমণের মুখে পড়লেন কংগ্রেস সহ সভাপতি |
গুজরাতে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে ভদোদরার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস-এর মহিলা সদস্য সংক্রান্ত প্রসঙ্গ উল্লেখ করে রাহুল বলেন, ‘আপনারা কী আরএসএস–এর শাখায় শর্টস পরা কোনও মহিলা দেখেছেন?’
রাহুলের ‘শর্টস পরা মহিলা’ মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল, মহিলাদের অসম্মান করার জন্য কংগ্রেসের ক্ষমা দাবি করেন। তিনি জানতে চান, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও কি রাহুলের মন্তব্য সমর্থন করেন? কংগ্রেস নেতা শক্তিসিন গোহিল রাহুলের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি আসলে মহিলাদের ক্ষমতায়নের কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন, আরএসএস–এ কোনও মহিলা নেই। বিজেপি যে মহিলা–বিরোধী মানসিকতা বহন করেন তাই বলতে চেয়েছেন। ছেড়ে কথা বলেননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। মঙ্গলবার স্মৃতি বলেন, ‘রাহুল যদি বিশ্বাস করেন শর্টস পরা মহিলারাই ক্ষমতায়নের ইঙ্গিত, একজন মহিলা হিসেবে আমি তার বিরোধিতা করছি।’ বিজেপি নেত্রী নুপুর শর্মার টুইট, ‘যদি আপনার উদ্দেশ্য শর্টস পরা মহিলা দেখা হয়, তবে আপনি মহিলাদের ক্ষমতায়ন ভুলে যান।’ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *