BRAKING NEWS

অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টায় ঠিক পথেই হাঁটছে ভারত, ইঙ্গিত অর্থনীতিবিদের

কলকাতা, ১০ অক্টোবর (হি. স.): ভর্তুকি প্রত্যাহার করে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টাকে বাস্তবসম্মত বলে মন্তব্য করলেন অর্থনীতিবিদ ড. শুভনীল চৌধুরী৷ তিনি বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে আশাব্যঞ্জক স্তরে নিয়ে যেতে গেলে ভর্তুকি প্রত্যাহার একটা গুরুত্বপূর্ণ বিষয়৷
জনমোহিনী নীতি থেকে সরে এসে কেন্দ্রের মোদী সরকার যে ভাবে একের পর এক ভর্তুকি প্রত্যাহার করে চলেছে, তা নিয়ে বিতর্ক ও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷ মঙ্গলবার প্রেস ক্লাব, কলকাতা এবং ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর এক যৌথ শিবিরে ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজের শিক্ষক শুভনীলবাবু বলেন,”২০১৬-১৭ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটে (বাজেট এষ্টিমেট)যেখানে রাজস্ব ঘাটতি (ফিক্যাল ডেফিসিট) ছিল ৩.৫ শতাংশ, সেখানে পরের বছর এই হিসাবটি কমিয়ে আনা হয়েছে ৩.২ শতাংশে৷”
সাংবাদিক-শিক্ষার্থীদের কাছে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “রাজস্ব ঘাটতি বাড়তে থাকলে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে যায়৷ অথচ, ঋণ দেওয়ার পরিসর বাড়ে না৷ সামগ্রিক ফলে বেসরকারি ক্ষেত্রের পক্ষে ধার নেওয়ার জায়গাটা ছোট হয়ে যায়৷ বেড়ে যায় বেসরকারি ক্ষেত্রকে দেওয়া ধারে সুদের হার৷ মার খায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার৷ পায়ে পায়ে, এসবের সঙ্গে বাড়ে মুদ্রাস্ফীতির হার৷ ভারসাম্যের চরম অভাব দেখা দেয় চাহিদা ও যোগানে৷ অর্থনীতির বিপন্নতা বাড়ে৷”
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, শিক্ষকের মত তিনি জানান, কোষাগারীয় ঘাটতির(ফিস্‌কাল ডেফিসিট) শতাংশও কমছে. ২০১৬-১৭ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটে (বাজেট এষ্টিমেট)যেখানে এই ঘাটতি ছিল ২.১ শতাংশ, সেখানে পরের বছর এই হিসাবটি কমিয়ে আনা হয়েছে ১.৯ শতাংশে৷”
বাজেটের বিশদ বোঝাতে গিয়ে তিনি উদাহরন দেন, বাজেট পেশের পর মন্ত্রীর দাবির সঙ্গে, বাস্তবের যথেষ্ট ফারাক থাকে৷ কীভাবে, তার উদাহরণও দেন তিনি৷ বলেন, “ভাল বাজেট, খারাপ বাজেট বলে কোনও নির্দিষ্ট সীমারেখা টানা যায় না৷ সবটাই নির্ভর করে, কে, কীভাবে বিষয়টা দেখছেন, তার ওপর৷”
ভারতের কর-ব্যবস্থার ওপরেও সহজভাবে আলোকপাত করেন শুভনীলবাবু৷ তিনি এ দিন ওই শিবিরে বলেন, “ভারতে কর নেওয়া হয় ১১.৪ শতাংশ৷ এর মধ্যে প্রত্যক্ষ কর ৫.৮ শতাংশ, পরোক্ষ ৫.৩ শতাংশ৷ বিশ্বের খুব কম দেশেই এত কম কর নেওয়া হয়৷ স্ক্যানডিনেভিয় অর্থাৎ উত্তর ইউরোপের দেশে এই হার ৬০ শতাংশের মত৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *