নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সংঘর্ষে শিশুদের ব্যবহার করছে মাওবাদীরা দাবি রাষ্ট্রসঙ্ঘের

নিউ ইয়র্ক, ৭ অক্টোবর (হি.স.) : নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সংঘর্ষে মাওবাদীরা শিশুদের ব্যবহার করছে বলে দাবি করল রাষ্ট্রসঙ্ঘ। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের ছত্তিসগড় এবং ঝাড়খন্ড রাজ্যে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য শিশুদের এগিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সেই রিপোর্টে দাবি করা হয়েছে কাশ্মীরে জঙ্গিরা প্রায় ৩০ টি স্কুলকে পুড়িয়ে দিয়েছে।
‘সশস্ত্র সংঘাতের মধ্যে শৈশব ২০১৬’ শীর্ষক বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রসঙ্ঘের প্রধান সম্পাদক এনটোনিও গুতেররাস জানিয়েছেন সরকারী বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নবাদীদের সংঘর্ষে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। উল্লেখ্য এর আগের রিপোর্টে দাবি করা হয়েছিল ভারতের ছয়টি রাজ্যে মাওবাদীরা শিশুদের ব্যবহার করছে নিরপত্তারক্ষীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সাম্প্রতিক রিপোর্টে তা কমে দাঁড়িয়েছে দুটি রাজ্যে। পাশাপাশি সংঘর্ষ প্রবণ এলাকায় শিশুদের সার্বিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
যেকোন ধরণের হিংসা এবং গৃহযুদ্ধ থেকে শিশুদের রক্ষা করার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে শিশুদের বের করে আনতে হবে। এর জন্য যাবতীয় সিদ্ধান্ত ভারত সরকারকেই করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান সম্পাদক।