BRAKING NEWS

কুলভূষণ যাদবের ফাঁসির স্থগিদাদেশকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): কুলভূষণ যাদবের ফাঁসির উপর আদালতে ভারত যে নথি পেশ করেছিল এবার তার বিরুদ্ধে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ৷ ২০১৬ সালে বালোচিস্তান থেকে ভারতীয় নৌসেনা থেকে অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদবকে পাকড়াও করে পাকিস্তান৷ গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে তাঁকে ফাঁসির আদেশ শোনায় পাকিস্তানের সেনা আদালত ৷ পাকিস্তানকে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক আদালতে যায় ভারত ৷ আন্তর্জাতিক আদালত কুলভূষণের ফাঁসির আদেশ স্থগিত করে দেয়৷ভারত উপযুক্ত প্রমাণ পেশ করে৷ এবার গুটি সাজাচ্ছে পাকিস্তান৷ বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অ্যাটর্নি জেনারেল আসতার অউসফ আলি শুক্রবার আইন বিশেষজ্ঞ ও বিদেশ মন্ত্রকের অফিসারদের সঙ্গে বৈঠক করেন৷ আন্তর্জাতিক আদালতে কুলভূষণের বিরুদ্ধে কী নিয়ে কথা বলা যায়, বৈঠকে সেই আলোচনা করেন তিনি৷ সূত্রের খবর, যাদবকে ভারতীয় গুপ্তচর প্রমাণ করতে এবার উঠেপড়ে লাগছে পাকিস্তান৷ পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে অউসফ জানিয়েছেন, প্রতি সপ্তাহে এনিয়ে তিনি বৈঠক ডাকছেন৷ ইসলামাবাদের বক্তব্য যেন সঠিক হয়ও ভারতকে কুপোকাত করা যায়, তার জন্য চেষ্টার কোনও কসুর করা হচ্ছে না৷এই নিয়ে খানোয়ার কুরেশির সঙ্গেও কথা বলা হচ্ছে৷ আন্তর্জাতিক আদালতে তিনিই পাকিস্তানের হয়ে কুলভূষণের বিরুদ্ধে লড়েছিলেন৷ ১০ এপ্রিল পাকিস্তানের আর্মি চিফ জেনারেল কামার বাজওয়া কুলভূষণ যাদবকে ফাঁসির আদেশ দেন৷ এরপর তাঁর কাছে ক্ষমার আবেদন জানান কুলভূষণ৷ এখনও তার ফয়সলা হয়নি৷ সেই নিয়ে পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, আর্মি চিফের কাছে কুলভূষণের আবেদন পৌঁছেছে৷প্রক্রিয়া চলছে৷ এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তবে খুব শিগগিরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *