নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিক শান্তুনু ভৌমিক হত্যাকান্ডের তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ এছাড়াও প্রয়াত সাংবাদিকের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদানের জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ সংবাদ জানান তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মান্দাইয়ে সাংবাদিক শান্তুনু ভৌমিকের হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে তদন্তের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য গত ২৪ সেপ্ঢেম্বর আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানানো হয়েছিল৷ এছাড়াও নিহত সাংবাদিকের পরিবারকে যথাসম্ভব ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধি দলকে বলেছিলেন সীমিত সামর্থ্যের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হবে৷ আজ মন্ত্রিসভার বৈঠকে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন এবং তার পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷
নৃশংসভাবে খুন হওয়া তরুন সাংবাদিক শান্তুনু ভৌমিক হত্যাকান্ডে প্রবল জনচাপে বৈঠক মোচনে রাজ্য মন্ত্রিসভা বৈঠক করছেন৷ বৈঠক শেষে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত বামফ্রন্ট সরকারের নাটক এবং মেকী সাংবাদিক দরদ বলে তোপ দেগেছেন বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা পাপিয়া দত্ত৷ একজন মা সন্তান হারিয়ে সু-বিচারের দাবী জানালেও অত্যাচারী সরকারের মন গলেনি৷ শহিদ সাংবাদিককে ১০ লক্ষ টাকার টেগ লাগিয়ে মূলচক্র আড়াল হচ্ছে বলে তোপ দেগেছেন পাপিয়া দত্ত৷ তাঁর দাবী, সি বি আই তদন্ত না হলে প্রদেশ বিজেপি বৃহত্তর আন্দোলন গড়ে তোলবেন রাজ্যব্যাপী৷ সাংবাদিক খুন ইস্যুতে সিট গঠন করে তদন্তকে বয়কট করেছেন প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ সি বি আই তদন্ত করলে খুনের নেপথ্যে মূল ষড়যন্ত্রকারীরা বেড়িয়ে পড়বে বলে সুর চড়িয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের সর্ব ভারতীয় সম্পাদক বিপ্লব কর৷ রাজ্যে সাংবাদিক খুনের পেছনে সি বি আই লাগাতে কেন ভয় মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রশ্ণ তোলেছেন তিনি৷ একজন উজ্জ্বল সম্ভাবনাময় সাংবাদিক খুন হয়েছে তদন্তের নামে সিট সম্পূর্ণ সাজানো নাটক বলে দাবী করেছেন শ্রী কর৷ রাজ্যে বহু বিধায়ক খুনের পর কমিশন গঠন হলেও রহস্য উন্মোচিত হয়নি কড়া ভাষায় খুনের তদন্ত করার হুশিয়ারী দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিপ্লব কর৷
2017-09-27