BRAKING NEWS

মঙ্গল গ্রহের কক্ষপথে তিন বছর পূর্ণ করল ভারতের মঙ্গলযান

হাদরাবাদ, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলের কক্ষপথে তিন বছর পূর্ণ করল ইসরোর মঙ্গলযান। ২০১৪ সালের ২৪ শে সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথের উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ৪৫০ কোটি টাকা ব্যায় নির্মিত মঙ্গলযানকে। মঙ্গলবার তা তিন বছর পূরণ করল।
ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা প্রথমে মনে করেছিলেন মঙ্গলের কক্ষপথে ছয় মাস টিকে থাকতে পারবে ভারতের মঙ্গলযান। কিন্তু সব জল্পনাকে অবসান করে দিয়ে স্বমহিমায় মঙ্গলের কক্ষপথে বিরাজ করছে মঙ্গলযান। গত জুলাই মাসে ১০০০ দিন পূরণ করেছে মঙ্গলযান। বিজ্ঞানীরা জানিয়েছেন মঙ্গলযানে ১৫ কেজি জ্বালানি থাকার ফলে আরও ৫ বছর মঙ্গলের কক্ষপথে ঘুরবে মঙ্গলযান। এখনও পর্যন্ত ৭১৫ টি ছবি পাঠিয়েছে ভারতের মঙ্গলযান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *