নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ নগর ১ লক্ষ ২৭ হাজার বাংলাদেশি টাকা সহ একজন বাংলাদেশিকে গ্রেফতার করল লেফুঙ্গা থানার পুলিশ৷ ধৃতদের নাম দীপঙ্কর সাহা৷ তার বাড়ি সিধাই ধানাধীন তারাপুর গ্রামে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লেফুঙ্গা ফাঁড়ি থানার সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ৷ তবে তার সহযোগী বাইক চালিয়ে পালিয়ে গিয়েছে৷ লেফুঙ্গা থানার পুলিশের কাছে আগাম খবর ছিল দুটি যুবক মোটর বাইকে চেপে মোহনপুর থেকে আগরতলার দিকে আসছে৷ গোপন সূত্রে পাওয়া কবরের ভিত্তিতে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির সামনে লেফুঙ্কার ওসি শ্যামাপ্রসাদ দাস, ফাঁড়ির ওসি অসীম সরকার, এসআই গোলাম মোস্তাফা ও পুলিশ বাহিনী ওৎ পেতে বসেছিল৷ বাইকটি আসতেই ঘিরে ফেলে পুলিশ৷ উদ্ধার হওয়া বাংলাদেশি টাকার মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে৷ ধারনা করা হচ্ছে দীপঙ্করকে জেরা করে আরও তথ্য বের করতে পারবে পুলিশ৷
2017-09-26