BRAKING NEWS

শান্তনু ভৌমিকের মৃত্যুর স্থলে ধর্নায় বসবে সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিক হত্যাকান্ডের পর ত্রিপুরার প্রতিবাদী সাংবাদিকের সঙ্গে রাজ্য সরকার ও শাসক দলের সংঘাত প্রকট হয়ে উঠেছে৷ তবে সাংবাদিকদের নয়টি সংগঠন পুলিশের বারণ সত্ত্বেও আগামীকাল ভোরে নিহত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রয়াণ স্থলের উদ্দেশ্যে যাত্রা করছে৷ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের নয়টি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা শাসক দল ও রাজ্য সরকারের অবস্থান এবং তাদের মুখপত্রে প্রকাশিত বয়ানের তীব্র প্রতিবাদ করেন৷ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে বলেন, সিবিআই তদন্ত ছাড়া অন্য কিছুতেই সাংবাদিকরা মানবেন না৷ রাজ্য পুলিশের তদন্তে কোন আস্থা নেই৷ কারণ পুলিশ নিজেরাই আক্রান্ত এবং পুলিশের সামনেই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷ পুলিশের সামনেই সাংবাদিককে হত্যা করা হয়েছে৷ সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলী বলেন, আগামীকাল ভোরে পুলিশের বারণ সত্ত্বেও সাংবাদিকদের নয়টি সংগঠনের প্রতিনিধিরা মান্দাইয়ে শান্তনুর প্রয়াণ ভূমির উদ্দেশ্যে রওনা দেবেন৷ সেখানে এক ঘন্টা ধরে চলবে গণবস্থান৷ একই সঙ্গে আগামী ২রা অক্টোবর গান্ধীর পাদদেশে ধর্ণায় বসবে সাংবাদিকরা৷ সাংবাদিক প্রণব সরকার বলেন, আন্দোলন শুরুর পর থেকে ইন্টারনেট ছিল না৷ কিন্তু, আজ ইন্টারনেট পরিসেবা বহাল হতেই আন্দোলনকারী সাংবাদিকদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমকি দিচ্ছেন শাসক দলের নেতারা৷ শাসক দলের মুখপত্রেও আজ সাংবাদিকদের নাম উল্লেখ করে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে৷ বিষয়গুলি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে জানানো হবে৷ একই সঙ্গে মামলাও করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *