BRAKING NEWS

বানিহালে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ধৃত দুই জঙ্গি, উদ্ধার ছিনতাই হয়ে যাওয়া সার্ভিস রাইফেল

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (হি.স.): ভূস্বর্গে বড়সড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ| রামবান জেলার বানিহাল সেক্টরে সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের উপর ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ| ধৃত দুই জঙ্গির নাম হল, গজনাফার আহমেদ (২১) এবং আরিফ (২৫)| রামবান জেলার বানিহাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই সন্ত্রাসবাদীকে| ধৃত সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে অ্যাসল্ট রাইফেল এবং একটি ইনসাস রাইফেল| সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের উপর হামলায় ঘটনায় জড়িত অপর এক জঙ্গি আকিব ওয়াহিদ (২২) এখনও পুলিশের নাগালের বাইরে|
রামবান জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহন লাল জানিয়েছেন, `বানিহাল সেক্টরে সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে| সন্ত্রাসবাদী হামলার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গিকে| ধৃত সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে অ্যাসল্ট রাইফেল এবং একটি ইনসাস রাইফেল|’
উর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ২১ বছর বয়সি গজনাফার আহমেদ অনন্তনাগের একটি ডিগ্রি কলেজের বিএসসি-র ছাত্র এবং আরিফ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল| অতিতে হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগাযোগ ছিল গজনাফার-এর পরিবারের|
গত বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ১৪ নম্বর ব্যাটেলিয়নের উপর হামলা চালানো হয়| ৮.৫ কিলোমিটার লম্বা নির্মীয়মান সুড়ঙ্গের নিরাপত্তার দায়িত্ব শেষে ছাউনিতে ফিরছিলেন এসএসবি জওয়ানরা| এমন সময় আচমকাই হামলা চালায় জঙ্গিরা| জঙ্গি হামলায় শহিদ হন সশস্ত্র সীমা বল-এর হেড কনস্টেবল রাম প্রভেশ, আহত হন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) শ্যাম সুদ| পালিয়ে যাওয়ার সময় জঙ্গিরা এসএসবি জওয়ানদের দু’টি সার্ভিস রাইফেল ছিনতাই করে নিয়ে যায়| দুই জঙ্গিকে গ্রেফতার করার পাশাপাশি সেই সার্ভিস রাইফেল দু’টি উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *