BRAKING NEWS

পুলওয়ামার ত্রালে জঙ্গি হামলা, মৃত তিন সাধারণ নাগরিক

জম্মু, ২১ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় গ্রেনেড হামলায় প্রাণ হারালেন তিন জন সাধারণ নাগরিক| এছাড়াও আহত হয়েছেন ৭ জন সিআরপিএফ জওয়ান ও ১০ জন সাধারণ নাগরিক| অল্পের জন্য রক্ষা পেয়েছেন জম্মু ও কাশ্মীরের পাবলিক ওয়ার্কস মন্ত্রী নঈম আখতার| বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায়, একটি বাসস্ট্যান্ডের কাছে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে আচমকা বোমা নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| এরপরই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায়| গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছেন তিন জন সাধারণ নাগরিক| এছাড়াও আহত হয়েছেন ৭ জন সিআরপিএফ জওয়ান ও ১০ জন সাধারণ নাগরিক|
উর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ ত্রাল এলাকায়, একটি বাসস্ট্যান্ডের কাছে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে আচমকা বোমা নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| এরপরই জঙ্গিরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে| গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছেন তিন জন সাধারণ নাগরিক| এছাড়াও আহত হয়েছেন ৭ জন নিরাপত্তা রক্ষী ও ১০ জন সাধারণ নাগরিক| আচমকা হামলা চালানোর পরই পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা| ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মন্ত্রী নঈম আখতার| অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি| জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
গ্রেনেড হামলায় মৃত তিন জন সাধারণ নাগরিকের মধ্যে দু’জনকে শণাক্ত করা গিয়েছে| মৃত দু’জন হলেন, গুলাম নবি ত্রাগ (৫৬) এবং পিঙ্কি কৌর (১৭)| জঙ্গি হামলার পরই মন্ত্রী নঈম আখতার জানিয়েছেন, `আমি অক্ষত রয়েছি, তবে সাধারণ নাগরিকের মৃত্যুতে খুবই দুঃখিত| তাঁদের জন্য খুব খারাপ লাগছে|’ এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *