কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় এলেন বিজেপি সভাপতি অমিত শাহ। রবিবার রাত ১১ টার একটু আগে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। রাত সাড়ে ১২ টা নাগাদ যখন পার্কসার্কাসের সেভেন পয়েন্টের কাছে আসে তখন বিজেপি সভাপতি অমিত শাহের কনভয়ের উপরে হামলা চালাল একদল দুষ্কৃতি। রবিবার রাত ১১টা নাগাদ নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন অমিত শাহ। অভিযোগ, রাত সাড়ে ১২ টা নাগাদ কনভয়ের শেষের দিকে থাকা চারটি গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতি। গাড়ি থেকে নামিয়ে মারধোর করা হয় বিজেপি কর্মীদের। পুড়িয়ে দেওয়া বিজেপির দলীয় পতাকা। বিজেপি যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার অভিযোগ করেছেন, “সেভেন পয়েন্ট ক্রসিং-এর কাছে আমাদের চারটি গাড়ির উপর হামলা চালানো হয়। ভাঙচুর চালানো হয়েছে গাড়ি গুলিতে। ব্যাপক মারধোর করা হয় কর্মীদের। ১১ জন কর্মী জখম হয়েছেন। এদের মধ্যে নয় জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।” সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে একজন বিজেপি কর্মীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন দেবজিৎ বাবু। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মিন্টো পার্ক লাগোয়া পার্কসার্কাস এলাকায়। দলিয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে এক্সাইড মোড় অবরোধ করে বিজেপি কর্মীরা। রাতের শহরের একটা বড় অংশ জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। প্রায় এক ঘণ্টা পর ওঠে অবরোধ। কনভয়ের পিছনের গাড়িগুলিতে হামলা হলেও সামনের দিকে থাকা গাড়িতে তার কোনও প্রভাব পড়েনি। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে থাকবেন তিনি। বিমানবন্দর থেকে দলীয় সভাপতিকে নিয়ে বিশাল শোভাযাত্রা করেন বঙ্গ বিজেপির কর্মীরা। বাইপাস ধরে এগিয়ে পার্কসার্কাস হয়ে পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসের দিকে যাচ্ছিল অমিত শাহের কনভয়। বিপত্তি ঘটল পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং-এর কাছে। গন্তব্য কলকাতা পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসে যথা সময়েই পৌঁছে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
2017-09-11