নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ দূর্ঘটনায় আহত দুইজন জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন৷ তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী৷
শনিবার রাজনগরে ত্রিপুরা তপশীলি জাতি সমন্বয় সমিতির সমাবেশ অংশ নিতে যাবার পথে বড়পাথরীর জয়কাৎপুর এলাকায় একটি গাড়ি তৃষ্ণা অভয়ারণ্য এলাকায় মারাত্মক দূর্ঘটনায় পড়ে৷ দূর্ঘটনায় আহত ২৫ জনকে বিলোনীয়া হাসপাতালে এবং পরে সেখান থেকে ৯ জনকে আগরতলায় জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ রবিবার সকালে এই ৯ জনের মধ্যে ২ জন রতন মজুমদার (৬০) এবং প্রমোদ শুক্লদাস (৬৫) জি বি হাসপাতালেই মারা যান৷ ইতিমধ্যেই রবিবারই মাথায় গুরুতর আঘাত পাওয়া আরও ৮জনকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয় বিলোনীয়া হাসপাতাল থেকে৷
এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ কর, বিলোনীয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, বিধায়ক সুধন দাস জি বি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার তদারকি করেন৷ সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী নিহত রতন মজুমদার ও প্রমোদ শুক্লদাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের নিকটাত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে৷ যারা আহত অবস্থায় জি বি হাসপাতাল এবং বিলোনীয়া হাসপাতালে চিকিৎসিত হচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছে সিপিএম৷