BRAKING NEWS

দক্ষিণাঞ্চলীয় মেক্সিকোতে ৮.১ তীব্রতার ভূমিকম্পে মৃত ৬, জারি সুনামি সতর্কতা

মেক্সিকো সিটি, ৮ সেপ্টেম্বর (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় মেক্সিকো| ভূকম্পনের টের পাওয়া গিয়েছে রাজধানী মেক্সিকো সিটিতেও| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৮.১| শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত দুই শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছে| কম্পনের জেরে প্রবল ঝাঁকুনি অনুভূত হয় বহুতলগুলিতে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে দেওয়াল ভেঙে একটি শিশুর মৃত্যু হয়েছে, অপর একটি শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে বিদ্যুত বিভ্রাটের জন্য| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত ১১.৪৯ মিনিট নাগাদ ৮.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দক্ষিণাঞ্চলীয় মেক্সিকোতে| ভূকম্পনের টের পাওয়া গিয়েছে মেক্সিকো সিটিতেও| ভূমিকম্পের উত্সস্থল ছিল, পিজিজিয়াপান শহরের ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে| প্রবল তীব্রতার এই ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয় মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদোর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে|

৮.১ তীব্রতার ভূকম্পনের পরেই বেশ কয়েকবার আশটার শক অনুভূত হয়েছে| ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েন| ভূকম্পনের জেরে কেঁপে ওঠে একাধিক বিল্ডিং| শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত দুই শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন বেশ কয়েকজন| জোরালো ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, কম্পনের জেরে বেশি কিছু জায়গায় বিদ্যুত বিপর্যয় দেখা দেয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *