বেঙ্গালুরু, ৮ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার বেঙ্গালুরুতে একটি পথ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কর্ণাটকের বিজয়পুরা জেলায় মহারাষ্ট্র থেকে আসা একটি ক্রুজার গাড়ির সঙ্গে কর্ণাটকের পরিবহণ নিগম বাসে মুখোমুখি সংঘর্ষের ফলে ছয়জন মারা গেছে। বাসটি বিজয়পুরা থেকে বাগালকোটি দিকে যাচ্ছিল। বিজয়পুরার মান্ড তালুকের কাছে এই দুর্ঘটনা গটেছে বলে জানা যাচ্ছে।
পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করছে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। এই দুর্ঘটনায় আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।