BRAKING NEWS

চিন-ভারত সম্পর্কে পঞ্চশীলের নীতি উপর জোর

ঝিয়াম, ৫ সেপ্টেম্বর (হি.স) : শান্তি এবং স্থিতাবস্থার জন্য ভারত ও চিনকে একযোগে কাজ করতে হবে বলে ঐক্যমতে পৌছল দুই দেশ। ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসে ভারত ও চিন। সেই বৈঠকে ঠিক হয় যে দুই দেশ আগামীদিনে পঞ্চশীল নীতি মেনেই চলবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য চিনের প্রেসিডেন্ট জিংপিংকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বলেন যে এশিয়ার দুই বৃহৎ দেশকে একযোগে কাজ করতে হবে শান্তি ও স্থিতিশীলতার জন্য। পাশাপাশি চিনের রাষ্ট্রপতি জিংপিং জানিয়েছেন যে উন্নয়ন ও শান্তির জন্য চিনও তৎপর। তাই তিনি জানান যে চিন চায় ভারতের সঙ্গে সম্পর্কে সুদৃঢ় করার জন্য পঞ্চশীল চুক্তিতে বর্ণিত ধারাগুলি অবলম্বন করে এগিয়ে চলতে।
৭৩ দিনের ডোকলামে উত্তেজনার পরে এই প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধান একান্ত আলাপচারিতায় বসেছিলেন। দুই রাষ্ট্রপ্রধানের আলাপচারিতা উঠে আসে বাণিজ্য, সন্ত্রাস, সাইবার নিরাপত্তা মতো গুরুত্বপূর্ণ বিষয়। চিনের রাষ্ট্রপতি সঙ্গে বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রক সচিব এস জয়শংকর উপস্থিত ছিলেন। অন্যদিকে চিনের রাষ্ট্রপতি সঙ্গে ছিলেন চিন সরকারের মুখপাত্র লু কাং, বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই। সূত্র থেকে জানা যাচ্ছে যে ৩০ মিনিট ধরে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এই আলোচনা হয়।
এর আগে প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলন জানিয়েছেন যে সবাইকে নিয়ে সবার সঙ্গে উন্নয়ন ও বিকাশের প্রেক্ষিতে জনসাধারণ কে এগিয়ে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তিনি জানিয়েছেন দক্ষ পৃথিবী, ডিজিট্যাল পৃথিবী দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *