নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): এবার হানা দিল লকি র্যানসমওয়্যার | যা নিয়ে রবিবার সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)। এদিন টুইটারে এমনটাই জানান কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব অজয় কুমার।
ওয়ানাক্রাই’-এর পর এবার ছড়িয়ে পড়ছে নতুন র্যানসমওয়্যার ‘লকি’ ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি করল কেন্দ্র।
র্যানসমওয়্যার হল একটি ম্যালিসিয়াস সফটওয়্যার বা সংক্ষেপে ম্যালওয়্যার। এটি কম্পিউটারে হানা দিয়ে তা লকড করে দেয়।ফলে, ব্যবহারকারী ওই কম্পিউটার আর ব্যবহার করতে পারেন না।
‘ওয়ানাক্রাই’-এর মতো এক্ষেত্রেও একমাত্র র্যারনসম বা ‘মুক্তিপণ’ অর্থের বিনিময়ে কম্পিউটার ফের সচল করা হয়। র্যা নসমের মূল্য ভারতীয় মুদ্রায় ১.৫ লক্ষ টাকা।
লকি র্যানসমওয়্যারকে এদিন কেন্দ্রীয় সতর্কবার্তায় ‘হাই রিস্ক’ বলে উল্লেখ করা হয়েছে।
সতর্কতা দেওয়া হয়েছে যে কোনও ই-মেল খোলার আগে সতর্কতা অবলম্বন করতে। সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, অ্যান্টি-স্প্যাম সফটওয়্যার ইনস্টল করতে এবং স্প্যাম-লিস্ট আপডেট করতে।
প্রসঙ্গত, কয়েকমাস আগেই বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল ওয়ানাক্রাই র্যানসমওয়্যার। প্রায় ১০০ দেশ হামলার শিকার হয়। ভারত সেই তালিকায় তৃতীয় ছিল।