BRAKING NEWS

ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : এবছরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রায় আড়াই মাসের ডোকলাম বিবাদ সমাধানের মুখ দেখলেও ভারত-চিন দ্বন্দ্বের রেশ যে এখনও রয়েছে তা আঁচ করছেন একাংশ৷ ডোকালামের পরেই মায়ানমার যে দুদেশকে ফের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে, সেই আশঙ্কাও রয়েছে৷ রবিবার চিনের জেয়ামেন শহরে শুরু হতে চলেছে এই মহাসম্মেলন৷ আর এই ব্রিকস সম্মলনে ভারত-চিনের আলাপ আলোচনার দিকে যে সকলেরই নজর থাকবে তা বলাই বাহুল্য৷
প্রসঙ্গত, চিন যদিও এই সম্মেলনে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান প্রসঙ্গে কোনও আলোচনা শুনতে নারাজ, যা তার পক্ষ থেকে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *