ফ্রান্সে বিদ্যুৎস্পষ্ঠ হয়ে ১৫ জন আহত, তার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্খাজনক

প্যারিস, ৩ সেপ্টেম্বর (হি.স) : ফ্রান্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের উত্ত্র-পূর্ব শহর এজেরাইলিসে। সেখানে একটি মিউসিক কনসার্ট সামিল হতে হাজির হয়েছে ছিল কয়েক হাজার মানুষ। কিন্তু ভয়ানক ঝড় ও বিদ্যুৎ চমকাতে থাকে। তার ফলে বাজ পরে ১৫ জন মানুষ আহত হয়। তাদের প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অনেকের শরীর পুড়ে গেছে। তার মধ্যে এক ৬০ বছর বয়সী মহিলা ও একজন ৪৪ বছর বয়সী পুরুষের অবস্থা আশঙ্খাজনক।

সূত্র থেকে জানা যাচ্ছে যে ফ্রান্সের একটি অংশে প্রতিবছর এসময়টা ভীষণ ঝড় হয়। আহতদের প্রথমে মিউজিক কনসার্টের আয়োজকদের কাজ থেকে প্রথম প্রাথমিক চিকিৎসা বা ফাস্ট এইড দেওয়া হয়। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে শনিবার মিউজির কন সার্টটি বাতিল করে দেওয়া হয়।