বাগদাদ, ৩ সেপ্টেম্বর (হি.স.) : আত্মঘাতী বোমারুর হামলায় ইরাকে মারা গেলেন ৭ জন৷ আহত হয়েছেন ১২ জন৷ শনিবার উত্তর বাগদাদে ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় সূত্রে খবর, স্থানীয় একটি পাওয়ার প্ল্যান্টে হামলাটি হয়৷ প্ল্যান্টটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই সুইসাইড বম্বার৷
প্রাথমিক খবর অনুযায়ী, হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে৷ ১২ জন আহত হয়েছেন৷ হামলাকারীর কাছে গ্রেনেড ছিল বলেও খবর৷ সে বিস্ফোরকসহ একটি জ্যাকেট পরেছিল৷ সেই অবস্থাতেই সে সামারার প্ল্যান্টে ঢোকে৷
দুর্ঘটনার পর পুলিশ ২ আত্মঘাতী বোমারুকে খতম করেছে বলে জানা গিয়েছে৷ প্ল্যান্টের কর্মীদেরও বাঁচানো গিয়েছে৷ এখনও পর্যন্ত কোনও দল এই হামলার কথা স্বীকার করেনি৷