BRAKING NEWS

মেক্সিকোয় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় লিডিয়া, মৃত ৪

মেক্সিকো সিটি, ২ সেপ্টেম্বর (হি.স.) : মেক্সিকোর উত্তর–পশ্চিমে লা পাজ বন্দে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় লিডিয়া। এপর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। লিডিয়ার দাপটে শুক্রবার পশ্চিমের বহু জায়গায় তুমুল ঝড়বৃষ্টি চলছে। মেক্সিকো শহরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শনি এবং রবিবার বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
জনপ্রিয় পর্যটন কেন্দ্র লা পাজে পর্যটনের ভরা মরশুমে এখন ভিড়ে ঠাসা। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন কমপক্ষে ২০,০০০ পর্যটক। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১৪০০ মানুষ। লিডিয়ার দাপটে গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে বহু বাড়ি বিদ্যুৎহীন। তবে ভূমিতে আছড়ে পড়ার পর তার গতিবেগ ক্রমেই কমছে। যত লিডিয়া পার্বত্য অঞ্চলের দিকে সরবে তত সে আরও দুর্ব হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে,আটলান্টিক মহাসাগরের উপর ক্রমেই শক্তি বাড়াচ্ছে ক্যাটাগরি থ্রি হারিকেন ইরমা। শক্তি বাড়িয়ে আগামী সপ্তাহের শুরুতে ক্যারিবীয় সমুদ্রের কাছাকাছি চলে আসতে পারে ইরমা বলে আশঙ্কা আবহাওয়াবিদদের । আমেরিকার জাতীয় আবহাওয়াবিদরা জানিয়েছে, হারিকেন ইরমার হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। ক্রমেই সে আটলান্টিকের পশ্চিমে এগোচ্ছে। ইরমার গতিবিধির উপর নজর রাখছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার। সতর্ক করা হয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *