ফ্লোরিডা, ২ সেপ্টেম্বর (হি.স) : মা হলেন ৩৫ বছর বয়সী আমেরিকার বিখ্যাত টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। আমেরিকার ফ্লোরিডার সেন্ট মেরি মেডিক্যাল সেন্টারে তিনি একটি কন্যা সন্তানে জন্ম দেন। গত বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে তিনি ফ্লোরিডার ওয়েস্ট প্লাম বিচের কাছে সেন্ট মেরি মেডিক্যাল সেন্টারে ভর্তি হন।
২৩ বারে গ্রেন্ডসলেম চ্যাম্পিয়ন সেরেনার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। ইউএস ওপেন খেলতে নামার আগে সেরেনার দিদি ভেনাস জানিয়েছেন যে তিনি আনন্দে উত্তেজিত। তিনি জানান যে ভাষায় ভাষা দিয়ে এই উচ্ছাস তিনি প্রকাশ করতে পারবেন না। উল্লেখ্য এবছরের এপ্রিল মাসে সেরেনা অন্তঃসত্বা বলে জানা যায়। তিনি শেষবার অস্টেলিয়া ওপেনে জিতেছেন। টেনিস তারকা নাদাল তাকে শুভেচ্ছা জানিয়েছে।
2017-09-02