মুম্বই, ৩১ আগস্ট (হি.স.): সাত সকালে মর্মান্তিক ঘটনা বাণিজ্যনগরী মুম্বইয়ে| বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকায় ভেঙে পড়ল একটি পাঁচ তলা আবাসিক বহুতল| বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে| ধ্বংসস্তূপের তলায় অন্তত ১০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের তত্পরতায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ১২ জনকে| আহতদের জে জে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ মৌলানি শৌকত আলি রোডে, ভেন্ডি বাজার এলাকায় আচমকাই ভেঙে পড়ে একটি পাঁচ তলা আবাসিক বহুতল| ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যান ২০-২৫ জন| দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালান বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের আধিকারিকরা| নিরাপদে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ১২ জনকে| তবে, দুঃসংবাদ হল তিন জনের মৃত্যু হয়েছে| অন্তত ১০ জন এখনও ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| ডিসিপি জোন ১ ড: মনোজ শর্মা জানিয়েছেন, ধ্বংসস্তূপের তলায় মোট কত জন চাপা পড়ে রয়েছেন তা এখনই বলা সম্ভব নয়|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভেঙে পড়া পাঁচ তলা আবাসিক বহুতলটি প্রায় ৭০ বছরের পুরনো| অন্তত ১০টি পরিবারের বসবাস ছিল বিপজ্জনক ওই বাড়িটিতে| এর আগে গত ২৬ আগস্ট মুম্বইয়ে শহরতলি সাকিনাকা এলাকায় ভেঙে পড়ে একটি ৬ তলা বহুতল| ওই ঘটনায় মৃত্যু হয় এক জনের| আহত হয়েছিলেন বেশ কয়েকজন|