নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ আগস্ট৷৷ বিশালগড়ে কেন্দ্রীয় কারাগারে রমরমিয়ে চলছে নেশার কারবার৷ একাংশ কয়েদীয় কাছে নিয়মিত চলে যাচ্ছে নেশা সামগ্রী৷ এই নেশা কারবারের সাথে একাংশ কাররক্ষীও যুক্ত রয়েছে বলে অভিযোগ৷ বহুদিন ধরেই এই নেশা কারবারীরা কারাগারে পৌঁছে দিচ্ছে ফেন্সিডিল, কোরেক্স, দেশি ও বিলেতী মদ সহ অন্যান্য নেশা সামগ্রী৷ অভিযোগ কারাগারের বড়বাবু থেকে মেঝবাবুরা সব জেনে শুনে কোন অজানা কারণে মুখে কুলুপ এঁটেছে৷ গতকাল একেবারে ফিল্মি কায়দায় এক নেশা কারবারী নেশা সামগ্রী পাচারের সময় হাতে নাতে ধরা পড়ে যায়৷ কারগারের সিসি ক্যামেরায় ঐ নেশাকারবারীর ছবি ধরা পড়ে যায়৷ ধৃত নেশা কারবারীর নাম দিবাকর দেবনাথ৷ তার বাড়ি আগরতলায়৷ এই নেশা কারবারীর কাছ থেকে নেশার টেবলেট, ব্লেইড, সিগারেট পাওয়া যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় কারাগারে ছুটে আসে৷ খবরে জানা যায় দিবাকর দেবনাথ (৩৫) ও তার আত্মীয় স্বজন গতকাল বিকালে ভাই পরিমল সাহার সাথে দেখা করতে আসে৷ তখনই দিবাকর কাগজের মোড়ানো নেশার টেবলেট পরিমলকে দিতে চেষ্টা করে৷ তখনই এক কারারক্ষীর নজরে বিষয়টি চলে আসে৷ সিসি টিভি ফুটেজ দেখে তা স্পষ্ট হয়ে যায়৷ সাথে সাথে তাকে আটক করা হয়, খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ খবর পেয়ে ছুটে আসে আইজি (প্রিজন) এম কে নাথ, সুপার বিজয় নাগ, মহকুমা পুলিশ অফিসার প্রবীর পাল সহ অন্যান্য আধিকারিকরা৷ আজ দুপুরে নেশা কারবারীকে বিশালগড় থানা থেকে আদালতে তোলা হয়৷ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কারগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ কিছু দিন পূর্বে কয়েদি পালিয়ে গিয়েছিল৷ তাকে আজ পর্যন্ত পাকড়াও করতে পারেনি৷ তাছাড়া কারগারে একজন কয়েদি ফাঁসি দিয়ে আত্মহত্যাও করেছিল৷ প্রশ্ণ উঠতে শুরু করেছে যে কিভাবে একজন নেশা কারবারী কেন্দ্রীয় কারাগারে নেশার টেবলেট নিয়ে প্রবেশ করতে পারে? সহজে অনুমেয় একাংশ কাররক্ষী নেশা কারবারের সাথে যুক্ত রয়েছে৷