BRAKING NEWS

বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৪জন

পাটনা, ২৯ আগস্ট (হি.স.): বিহারের বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়ল। মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৪জন। ১৯টি জেলার ১ কোটি ৭১ লক্ষ মানুষ এখন বন্যাদুর্গত। বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক দীনেশ চন্দ্র যাদব জানিয়েছেন, বন্যাদুর্গত রাজ্যের ২,৩৭১টি পঞ্চায়েত এবং ১৮৭টি ব্লক।
সূত্রের খবর, ৮ লাখ ৫৪ হাজার ৯৩৬জন দুর্গত মানুষকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক জায়গাতেই দুর্গতেরা ত্রাণশিবির থেকে ঘরে ফিরতে শুরু করেছেন। জানা গিয়েছে, ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ২ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৬৫০জনে। ত্রাণশিবিরের সংখ্যা ২ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ১১৫টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *