BRAKING NEWS

পদত্যাগ করা উচিত হরিয়ানার মুখ্যমন্ত্রীর, টুইট রবার্ট ভদ্রার

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ভক্তদের `তাণ্ডব’ রুখতে অপারগ মনোহর লাল খাট্টার সরকার| তাই পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার-এর| রবিবার টুইট করে এমনই দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রা| সোনিয়া গান্ধীর জামাতা টুইট করে জানিয়েছেন, `জ্বলছে পাঁচকুলা, মৃত্যু হয়েছে ৩৬ জনের এবং আহত হয়েছেন ২৫০ জন| হতাহতদের প্রতি আমার সমবেদনা…. খাট্টার, হরিয়ানার মুখ্যমন্ত্রী আইন-শৃঙ্খলা অবনতির দায়িত্ব নিয়ে পদত্যাগ দিন|’
উল্লেখ্য, গত শুক্রবার ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ধর্ষণ মামলার রায় ঘোষণার পরই উত্তাল হয়ে ওঠে পাঁচকুলা| বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পঞ্জাব, দিল্লি ও গাজিয়াবাদে| বাসে, এমনকি ট্রেনেও আগুন ধরিয়ে দেওয়া হয়| সরকারি ভবনেও তাণ্ডৱ চালায় ডেরা সমর্থকরা| ডেরা ভক্তদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *