নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ আগরতলা-আখাউরা রেল প্রকল্প নিয়ে ঢাকায় বৈঠকের আগে ভারতের অংশে কাজের অগ্রগতি নিয়ে শনিবার মহাকরণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এদিকে, বিলোনীয়া সারাসীমা থেকে ফেণী পর্যন্ত ২৫ কিমি রেল লাইন বসানোর কাজের সমীক্ষার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷
সূত্রের খবর, আজ মহাকরণে পরিবহণ সচিব পূর্বোত্তর সীমান্ত রেলের নির্মাণ শাখার মুখ্য বাস্তুকার, ইরকনের যুগ্ম জেনারেল ম্যানেজার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব এবং সদর মহকুমা শাসকের সাথে এই রেল প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷ সূত্রের খবর, আগরতলা-আখাউরা রেল প্রকল্পে ভারতের অংশে ৫ কিমি রেল লাইন বসানোর জন্য মোট ৬৭ একর জমি দেওয়া হবে রেলওয়েকে৷ রেলওয়ে আরও অতিরিক্ত ৫ একর জমি চেয়েছে রাজ্য সরকারের কাছে৷ রাজ্য সরকার তাতে সম্মতি জানিয়েছে৷ ইতিমধ্যে ৪৪ একর জমি অধিগ্রহণ হয়ে গেছে৷ চলতি মাসেই এই জমি রেলওয়ের হাতে হস্তান্তর করবে রাজ্য সরকার৷ বাকি ২৭ একর জমি অধিগ্রহণের কাজ অক্টোবরের মধ্যে সমাপ্ত হবে৷ এদিকে, অতিরিক্ত যে ৫ একর জমি রেলওয়ে এখন চেয়েছে তা ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করবে রাজ্য সরকার৷ আগরতলা-আখাউরা রেল প্রকল্পে কাজের অগ্রগতির এই সমস্ত বিষয় ঢাকায় বৈঠকে তুলে ধরবেন রাজ্যের পরিবহন সচিব বলে সূত্র অনুসারে জানা গেছে৷
সূত্র অনুসারে আরো জানা গেছে, বাংলাদেশের সাথে রেল যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যে বিলোনীয়া সারাসীমা থেকে ফেণী পর্যন্ত ২৫ কিমি রেল লাইন বসানোর কাজের সমীক্ষার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷ বিলোনীয়া থেকে ফেণী রেল সংযোগ স্থাপন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে খুব সহজে ব্যবহার করা সম্ভব হবে৷
2017-08-20

