বেজিং , ১১ আগস্ট (হি.স) : বৃহস্পতিবার গভীর রাতে শানক্সি রাজ্যের উত্তর-পশ্চিমের এক্সি’এন-হানযহনজ এক্সপ্রেসওয়ে সড়কে স্থানীয় সময় রাত
১১:৩৪ নাগাদ যাত্রী বোঝাই একটি মিনিবাস কুইলিং ট্যানেলের দেওয়ালে সজোরে ধাক্কা মারে । তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ।
এই বাস দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ১৩ জন । আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । স্থানীয় প্রশাসন সূত্রে আরও জানা যাচ্ছে যে বাসটি চিনের দক্ষিণ-পশ্চিম রাজ্য সিচুয়াংনের রাজধানী চেংডু থেকে হেনান রাজ্যের ল্যুইয়াং শহরের দিকে যাচ্ছিল । উদ্ধার কাজ এখনও চলছে ।
2017-08-11

