আন্তরিক অভিনন্দন আহমেদ প্যাটেল জী, শুভেচ্ছা শরদ যাদবের

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেলকে অভিনন্দন জানালেন প্রবীণ জেডি(ইউ) নেতা শরদ যাদব| রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আহমেদ প্যাটেলের প্রয়োজন ছিল ৪৪টি ভোট| ৪৪টি ভোট পেয়েই গুজরাটে কংগ্রেসের মানরক্ষা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল| মঙ্গলবার মধ্যরাতে ভোটের ফল ঘোষণা হয়েছে| বুধবার সকালে আহমেদ প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন শরদ যাদব|
রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আহমেদ প্যাটেলকে অভিনন্দন জানিয়ে বুধবার টুইট করেছেন প্রবীণ জেডি(ইউ) নেতা শরদ যাদব| টুইটারে শরদ যাদব লিখেছেন, `রাজ্যসভা নির্বাচনে কঠিনতম বাধা সত্ত্বেও আপনার জয়ের জন্য আন্তুরিক অভিনন্দন|’ শরদ যাদব ছাড়াও আহমেদ প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুভেচ্ছা বার্তায় টুইট করে মমতা লিখেছেন, `অভিনন্দন আহমেদ প্যাটেল জী| ভালো লড়াই| ভালো জয়|’
উল্লেখ্য, গুজরাটে ৩ রাজ্যসভা আসনে নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছিল চরমে| প্রত্যাশিতভাবেই রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং স্মৃতি ইরানি| তবে তৃতীয় আসনে লড়াইটা মূলত ছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব তথা কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেল ও বিজেপি প্রার্থী বলবন্তসিন রাজপুতের মধ্যে| শেষমেশ অবশ্য টানটান উত্তেজনার মধ্যেই তৃতীয় আসনটি দখল করে নেন আহমেদ প্যাটেল|