BRAKING NEWS

১১ আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ৬ অগাস্ট (হি। : রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি হিসেবে ১১ অগাস্ট শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু। আয়োজিত অনুষ্ঠানে উপিস্থত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রিসভার সদস্যরা ।এছাড়াও উপস্থিত থাকবেন নানাক্ষেত্রের বিশিষ্টজনরা ।

বেঙ্কাইয়া নাইডু

শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধিকে পরাজিত করেন ভেঙ্কাইয়া নাইডু। উপরাষ্ট্রপতি নির্বাচনে নাইডু পেয়েছেন ৫১৬টি ভোট। অন্যদিকে গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪টি। শনিবার সন্ধেয় ভোটগণনা শেষ হওয়ার পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন প্রবীণ এই বিজেপি নেতা। দিল্লিতে ৩০, এ পি জে আবদুল কালাম রোডের বাড়িতে সন্ধের পর থেকেই খুশির হাওয়া বইছে। গতকাল জয়ের পর ভেঙ্কাইয়া নাইডুর বাড়িতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নবনির্বাচিত উপরাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে তাঁর বাড়িতে যান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভেঙ্কাইয়া নাইডুর জয়ের পর তাঁর মেয়ে দীপা ভেঙ্কট বলেন, আদর্শে বিশ্বাস করেন তাঁর বাবা। কোনও ব্যক্তিগত শত্রুতার উপর নয়। এটাই তাঁর বাবার জয়ের কারণ । আগামী ১১ আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু। বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *