এলপিজির ভর্তুকি বাতিল ও জিএসটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ এলপিজির ভর্তুকি বাতিল ও জিএসটি নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী৷ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ ও জি বি পন্থ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জারি ও ভাসকুলার রেডিওলোজি বিভাগে নতুন করে দশটি ক্যাটাগরিতে একুশটি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ জানান৷ তিনি জানান, জি বি হাসপাতালে ক্যাথ ল্যাব তৈরির প্রক্রিয়া চলছে৷ এছাড়াও সেনা বাহিনীতে যাঁরা সেবা ও সাহসিকতার জন্য বিভিন্ন পুরস্কার লাভ করেন তাঁদেরকে জমির বিকল্প হিসেবে নগদ অর্থ দানের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে৷ সৈনিক বোর্ডের পরামর্শ অনুযায়ী এই অর্থ প্রদান করা হবে বলে তিনি জানান৷ সেনা বাহিনীতে সেবা ও সাহসিকতার জন্য বিভিন্ন পদক প্রাপকদের সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ প্রদান করা হবে বলে তিনি জানান৷
এদিকে, জিএসটি নিয়ে দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে৷ রাজ্যের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের এই বৈঠকে ডাকা হয়েছে৷ রাজ্যের অর্থমন্ত্রী ভানু লাল সাহা জানিয়েছেন, জিএসটি এর ফলে সাধারণ ব্যবসায়ীরা বিস্তর সমস্যার মধ্যে পড়েছেন৷ শুধু তাই নয় এটি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে পরিস্কার হয়েড উঠেছে৷ মোদি সরকার যে ভাবে বলেছেন জিনিষ পত্রের দাম হ্রাস পাবে তা সঠিক নয়৷ কিছু জিনিষের দাম কংলেও বহু জিনিষের দাম ব্যাপক বাবে বৃদ্ধি পাবে৷ তিনি জানান, বেশ কিছু অতিপ্রয়োজনীয় সামগ্রীর উপর জিএসটি বোঝা বসানো হচ্ছে৷ কিন্তু বিষয় গুলি নিয়ে সারা দেশেই প্রতিবাদের ঝড় উঠছে৷ আগামী ৫ তারিখ দিল্লির বিজ্ঞান ভবনে জিএসটিকে নিয়ে রাজ্য গুলিকে বৈঠকে ডেকেছে কেন্দ্র৷ এই বৈঠকে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুলির মূল্য রীাশ করার জন্য পদক্ষেপ নেবার দাবী করা হবে৷ জিএসটি কোন ভাবেই সাধারণ মানুষের আদপে কোন উপকারে আসবে না বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷
অন্যদিকে, রান্নার গ্যাসের উপর ভর্তুকি প্রত্যাহার করে নেবার কেন্দ্রীয় সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের খাদ্য ও সংভরণ মন্ত্রী ভানুলাল সাহা৷ তার মতে কেন্দ্রীয় সরকার মধ্যবিত্ত ও গরিব অংশের মানুষের স্বার্থ বিরোধী কাজে নেমেছে৷ সচিবালয়ে মন্ত্রী ভানুলাল সাহা বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার গত তিন বছরে যা করেছে তা অতিতে কখন হয়নি৷ এটা ‘এরা অফ সাবসিডি উইড্রল’৷ গত ষাট সত্তর বছরে জনকল্যানকামী রাষ্ট্র হিসাবে বিভিন্ন সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল তা সবেই বানচাল করে দেওয়া হচ্ছে৷ এখন অর্জিত অধিকার রক্ষা করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ মন্ত্রী ভানুলাল সাহা বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার যে ভাবে বিভিন্ন বিষয়ের উপর থেকে ভর্তুকি তুলে দিচ্ছে তাতে আসা করা যায় বাকি সাত থেকে সত্তর মাসের মধ্যে সমস্ত ভর্তুকিই তুলে দেওয়া হবে৷ এটা কেন্দ্রীয় সরকারের সর্বনাশ নীতি৷ সংস্কারের নামে ভর্তুকি আগেই তুলে নেওয়া হচ্ছিল এখন এদে গতি তীব্র হয়েছে৷ কেন্দ্রীয় সরকার ধনীদের স্বার্থে গরীব এবং মধ্যবিত্তদের উপর চাপ বৃদ্ধি করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷