আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ধৃত ৮ জন তামিল মত্স্যজীৱী

রামেশ্বরম, ২২ জুলাই (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর ৱাসিন্দা ৮ জন ভারতীয় মত্স্যজীৱীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| পাশাপাশি আটক করা হয়েছে মত্স্যজীৱীদের ৱ্যৱহার করা নৌকাও| ধৃত ৮ জন মত্স্যজীৱী তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার ৱাসিন্দা|
নাগাপট্টিনাম জয়েন্ট ফিশারিস ডিরেক্টর অমলা জাভিয়ের জানিয়েছেন, শুক্রৱার নেদুনথেভুর কাছে মাছ ধরছিলেন তঁারা| তখনই ৮ জন তামিল মত্স্যজীৱীকে গ্রেফতার করে শ্রীলঙ্কা নৌসেনা| গ্রেফতার করার পর তঁাদের কাঙ্গেসানথুরাই নিয়ে যাওয়া হয়েছে| উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে পঞ্চমৱার তামিল মত্স্যজীৱীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা