নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের আবাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ নামানো হয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানদের৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের পথের দুই দিকের পুলিশ পিকেট বসানো হয়েছে৷ সামনের দিকে বসানো উঁচু গ্রিলের মধ্য দিয়ে আসা যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে৷ জানাগেছে, মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রী এবং এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে৷ তাছাড়া, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷
2017-07-18

