বামেদের রুখতে বিজেপি ছাড়া মহাজোটের স্বপ্ণ বিলি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কেন্দ্রে মমতা ও সোনিয়ার সম্পর্কের বরফ গলেছে৷ বিরোধী সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে তৃণমূল৷ রাজ্যেও  বিধানসভা ভোটের মুখে সম্পর্কের উষ্ণতা জিইয়ে অবাম ও অবিজেপি দলের সঙ্গে মহাজোটের ডাক দিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ রাজনীতির রসায়নে তৃণমূল কংগ্রেস থেকে বহিসৃকত ৫ দলত্যাগীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বর্তমান নেতৃত্বরা৷ সোমবার দশমীঘাটে নব গঠিত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নয়া সমীকরণের ডাক দিয়েছেন প্রদেশ মুখপাত্র নকুল দাস৷ ১০ দফা দাবীকে সামনে রেখে জনস্বার্থে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে আগরতলা টাউন হলে তৃণমূলের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি৷ সাংগঠনিক দূর্বলতা কাটিয়ে উঠে ১৮’র ভোটের আগে রাজ্যে তৃণমূল কংগ্রেস অবাম মূল নির্নায়ক শক্তি হবে বলে দাবী করেছেন নকুল দাস৷ রাজ্যে দলবদলের মাস্টার মাইন্ড বিধায়ক সুদীপ রায় বর্মন৷ ব্যক্তিগত লাভালাভ ও টাকার মোহে দলবিরোধী কার্যকলাপে বহিসৃকত হয়েছে তৃণমূল থেকে৷ ভোটে মানুষ মোক্ষম জবাব দেবে বলে সুদীপ বাবুদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷ দিদির নব্য রাজ্য পর্যবেক্ষক সব্যসাচী দত্তের মধ্যস্থতায় অবাম শক্তি ঐক্যবদ্ধ করবে দাবী করেন তিনি৷ গুঞ্জন চলছে, অবাম ভোট বিভাজনে মহাজোটে বিজেপি’কে বাদ দিয়ে সরকার পরিবর্তনের ঢামাঢোলে বামেদের মদত করে দেওয়া নিয়েও গুঞ্জন নব গঠিত তৃণমূল কমিটির নেতৃত্বদের বক্তব্যে৷ জোটের গোলক ধাধায় কংগ্রেস-তৃণমূল ও আঞ্চলিক দলগুলির মহাজোট বামেদের রুখতেই নাকি বিজেপি’র উত্থান অবদমনে শাসক দলের দৃটকৌশল? হাজারো প্রশ্ণ উঠছে রাজনৈতিক মহলে৷