রক্ত সঞ্চালনের সাথে যুক্ত সকল স্তরের কর্মীদের মানবিক দৃষ্টি নিয়ে কাজ করতে আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭, জুলাই৷৷ রক্ত সঞ্চালনের সাথে যুক্ত ডাক্তার, টেকনিক্যাল, নন-টেকনিক্যাল সহ সংশ্লিষ্ট সকল স্তরের কর্মীদের মানবিক দৃষ্টি নিয়ে, সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এ জি এম সি এবং জি বি পি হাসপাতাল চত্বরে আজ রাজ্যের কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের নতুন ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আহ্বান জানান৷ এ জি এম সি এবং জি বি পি হাসপাতালের প্রবেশ দ্বারের ডান পাশে দূধ সাদা বাড়িতে আজ থেকে পথ চলা শুরু করে রাজ্যের কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্ক৷
উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রক্তের অপর নাম জীবন৷ তিনি বলেন, প্রকৃতি আমাদের মায়ের মত৷ এই প্রকৃতি মাতা যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ৷ মানুষের বেঁচে থাকতে হলে রক্তের প্রয়োজন হয়৷ এই রক্ত মানুষের দেহেই তৈরী হয়৷ তিনি বলেন, পৃথিবীতে এই সময়ের মধ্যে বহু নতুন নতুন আবিস্কার হয়েছে৷ কিন্তু মানুষ আজ অব্দি কার্যকরীভাবে রক্ত আবিস্কার করতে পারেনি৷ কিন্তু এটা ঘটনা যে কখনো কখনো মানুষের দেহের বাইরে থেকে রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়৷ এই রক্ত সাধারণ ভাবে এক জন সুস্থ মানুষের থেকে নেওয়া হয়৷ বহু পরীক্ষা-নিরীক্ষায় এটা আবিস্কার হয়েছে সুস্থ দেহের মানুষের অতিরিক্ত রক্ত অসুস্থ মানুষের দেহে সঞ্চালন করে তাকে সুস্থ রাখা যায়৷ তাই মানুষকে রক্তদানে সচেতন করা দরকার৷ ডাক্তারবাবুদেরই মানুষকে এই সচেতনতার কাজে সবচেয়ে বড় ভূমিকা নিতে হয়েছে৷ এই কাজ শুধু ডাক্তারদের উপর ছেড়ে দিলেই চলবেনা৷ সমাজের সচেতন মানুষেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় ব্লাড ব্যাঙ্ক তৈরী করা হয়েছে৷ মহকুমাগুলিতে ব্লাড ব্যাঙ্ক তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ইতিমধ্যে অনেকগুলি মহকুমায় ব্লাড ব্যাঙ্ক তৈরী করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় এই ব্লাড ব্যাঙ্ক ২৪ ঘন্টা ঘোলা রাখার চেষ্টা হচ্ছে৷ এখানে নতুন নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে৷ এগুলি প্রতিস্থাপন করা হচ্ছে৷ আগামী দিনে আরও যন্ত্রপাতি আনা হবে বলেও তিনি জানান৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এই ব্লাড ব্যাঙ্কের সুষ্ঠু পরিচালনায় ডাক্তার সহ সংশ্লিষ্টদের মানবিক দৃষ্টি নিয়ে কাজ করতেও আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি স্বেচ্ছা রক্তদানে রাজ্যের মানুষ যেভাবে সাড়া দিয়ে এগিয়ে আসছেন একেও মুখ্যমন্ত্রী মানিক সরকার সাধুবাদ জানিয়েছেন৷ আলোচনায় স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী বলেন, রক্তের কোন বিকল্প নেই৷ রক্তকে বাদ দিয়ে চিকিৎসা ব্যবস্থা ভাবা যায় না৷ তিনি বলেন, ১২টি ব্লাড ব্যাঙ্ক বর্তমানে কাজ করছে৷ রক্তের চাহিদা মেটাতে রাজ্যের মানুষ যেভাবে সাড়া দিয়েছেন তাকে স্বাস্থ্য মন্ত্রী ইতিবাচক ঘটনা বলে অভিহিত করেন৷ স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন, জটিল ও কঠিন রোগের চিকিৎসা যাতে এখানে করা যায় তার চেষ্টা হচ্ছে৷ তিনি বলেন, মা ও শিশুদের চিকিৎসা ক্ষেত্রকে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫০ কোটি টাকা ব্যয়ে আগামী দু-বছরের মধ্যে জি বি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক তৈরী করা হবে৷ এই ব্লক তৈরী হলে জটিল ও কঠিন অনেক রোগের চিকিৎসা এ রাজ্যেই করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক৷