নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬, জুলাই৷৷ চড়িলাম মধ্যপাড়া এলাকার গ্রামীন রাস্তাটি দীর্ঘ দুবছর যাবৎ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ যদিও এই এলাকার দুটো পঞ্চায়েতে রয়েছে৷ উত্তর চড়িলাম ও আড়ালিয়া পঞ্চায়েত৷ পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে বামফ্রন্টের দুজন প্রতিনিধি রয়েছে৷ কিন্তু নির্বাচনের পূর্বে বহু কথা শুনা গিয়েছিল প্রতিনিধিদের মুখ থেকে৷ এলাকার উন্নয়নের ছোঁয়ার ধারে কাছেও নেই এমন অভিযোগ ওঠেছে এলাকায় বুদ্ধিজীবী থেকে সাধারন জনগনের৷ টানা দুবছর ধরে এলাকার এই গ্রামীন রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি৷ স্থানীয় প্রতিনিধিদের থেকে শুরু করে এক আধিকারিককে গ্রামীন রাস্তাটি সংস্কারের কথা বার বার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি৷ নীরব ভূমিকা পালন করছে এলাকার জনপ্রতিনিধিরা৷ অল্প বৃষ্টিতে ভাঙন ও কাঁদাজলে মরণ ফাঁদে পরিণত হচ্ছে রাস্তাটি৷ মধ্যপাড়ার এই সড়কটি এলাকায় হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তার যত্রতত্র ভাঙনের ফলে একদিকে যান চলাচল বিঘ্ন হচ্ছে প্রতিনিয়ত৷ সড়কে দুবছরেও হাত লাগেনি কর্তৃপক্ষের৷ ছোট গাড়ী ও দ্বিচক্রযান উল্টে যাচ্ছে রাস্তা খানা খন্দের এবং গর্তের জন্যে৷ অন্যদিকে এলাকায় শিক্ষিত যুবক যুবতীরা তীব্র ভাষা গালিগালাজ করছে বামফ্রন্টের জন প্রতিনিধিদের আর বলছে যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন ভোট ভিক্ষার জন্য হাতজুড়ে আর্শিবাদের জন্য চলে আসে৷ পরবর্তী সময়ে দেখা যায় কাজ করা দূরের কথা, কথা শুনার সময়ই পর্যন্ত প্রতিনিধিদের থাকেনা৷ তাই এলাকায় সাধারণ জনগণ আগামী দিন রাস্তা সংস্কারের জন্য ডেপুটেশানে মিলিত হবে বলে হুমকী ও দেয়৷
2017-07-17

