নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজ্যে ক্রমাগত বেড়ে চলা নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার

তরফ থেকে রাজধানী আগরতলায় মিছিল সংগঠতি করা হয়েছে৷ একই সঙ্গে কুশপুত্তুলিকা দাহ করা হয়েছে স্বারষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের৷ আগরতলা শহর কাঁপিয়ে গর্জনের বহিঃপ্রকাশ ঘটাল ভারতীয় জনতা মহিলা মোর্চা৷
বিজেপি মহিলা মোর্চার অভিযোগ, যেভাবে এই রাজ্যে নারী নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা নারীদের পক্ষে সহনীয় নয়৷ রাজ্য সরকার যেভাবে নীরব ভুমিকা পালন করছে তাতে এই রাজ্যের নারীরা আজ অসহায় ও আতঙ্কিত৷ আর নির্যাতন ও যন্ত্রনা যে, রমনীকে রনচন্ডী করে তুলতে পারে তারই প্রমান মিলল৷ আজ আগরতলা ভারতীয় জনতা মহিলা মোর্চা এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ শহরের প্রাণকেন্দ্রে দাহ করা হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা৷ ভারতীয় জনতা মহিলা মোর্চা এই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সরকারের ব্যর্থতাকে ধীক্কার জানিয়েছে৷ মোর্চার অভিযোগ, এই রাজ্যের নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ তাই দিন দিন নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে৷ আর তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ প্রদর্শন৷ এই বিক্ষোভ রাজ্যের নারীদের আর্তনাদের বহিঃপ্রকাশ৷ আগামীদিনে শাসকদলীয় সরকার যদি এই রাজ্যে শিশু থেকে বৃদ্ধা অর্থাৎ নারীদের সম্মান রক্ষায় সরব ভূমিকা পালন না করে তবে ভারতীয় জনতা মহিলা মোর্চা আরো বৃহত্তর আন্দোলন করবে বলে জানা গেছে৷ আজকের এই বিক্ষোভ মিছিলে মহিলা মোর্চা সভানেত্রী পাপিয়া দত্ত, সাধনা চৌধুরী, সাধারন সম্পাদিকা ডালিয়া সিংহ, রাজ্য সভার সদস্যা নীলিমা ঘোষ এবং সদর জেলা সভানেত্রী দীপু রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷

