BRAKING NEWS

স্টেট কাউন্সিলের ব্যাখ্যা চাইল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ স্টেট কাউন্সিল যদি সংবিধানের ২৪০এ ধারা মোতাবেক স্বশাসিত রাজ্য গঠন হয়ে

সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

থাকে তাহলে তাতে ভিষণ আপত্তি রয়েছে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ পাশাপাশি বিজেপি’র কাছে স্টেট কাউন্সিল প্রকৃত ব্যাখ্যা দাবি করেছেন তিনি৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজনবাবু বলেন, বিজেপি এখন স্টেট কাউন্সিলের পক্ষে সওয়াল করছে৷ তাঁর কটাক্ষ, সংবিধান খঁুজে এমন কোন শব্দ পাওয়া যায়নি৷ তাঁর বক্তব্য, যদি সংবিধানের ২৪০এ ধারা মোতবেক স্বশাসিত রাজ্য গঠনকে স্টেট কাউন্সিল বুঝায়, তাহলে তাতে ভিষণ আপত্তি রয়েছে৷ সিপিএম এর তীব্র বিরোধীতা করবে৷ বিজনবাবুর দাবি, স্বশাসিত রাজ্য গঠন হলে জাতি উপজাতির মধ্যে সম্প্রীতি ক্ষুন্ন হবে৷ তাঁর বক্তব্য, রাজ্যের মধ্যে রাজ্য হল আলাদা রাজ্যের একটা ধাপ৷ তাই তিনি বিজেপিকে স্টেট কাউন্সিলের প্রকৃত ব্যাখ্যা দিতে বলেছেন৷
এদিকে, আইপিএফটির চলতি সড়ক ও রেল অবরোধ অবিলম্বে প্রত্যাহার করে নেবার দাবী জানিয়েছে সিপিএম৷ তবে এই আন্দোলনের পেছনে বিজেপির মদত থাকার অভিযোগ সিপিএম আজ পুনরায় ব্যক্ত করেছে৷ যদিও একই আদলে বিজেপির তরফে আনা অভিযোগকে সিপিএম খণ্ডন করেছে৷ বিজন ধর বলেন, ৫ দিন ধরে অবরোধে যথেষ্ট ক্ষতি হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের৷ তাঁরা বিস্তর সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ একই সঙ্গে নগ্ণ হয়ে নৃত্য করা উপজাতিদের সংসৃকতি বিরোধী তিনি মন্তব্য করেন৷ তিনি আরও বলেন, বিজেপি এতদিন এই অবরোধের বিষয়ে কোন কথা বলেনি৷ এখনও অবরোধ তুলে নেবার কথা বলছে না৷ কিন্তু তাদের পেছনে সিপিএমের যুক্ত থাকার অভিযোগ তুলেছে৷ জনগণ ভাল ভাবেই বুঝতে পারছেন এর পেছনে কারা যুক্ত৷ তিনি আরও বলেন, আইপিএফটির কাছে এত টাকা থাকার কথা নয়৷ কিন্তু প্রতিদিন প্রচুর সংখ্যক গাড়ি আন্দোলন স্থলে খাওয়া দাওয়া নিয়ে আসছে৷ স্বাভাবিকভাবেই এই অর্থ কোথা থেকে আসছে এই প্রশ্ণ উঠে৷ তবে আইপিএফটির নেতা কর্মী বিভিন্ন এলাকায় জবরদস্তি করে সাধারণ মানুষের কাছ থেকে নানা ধরনের সামগ্রী আদায় করছে৷ আর বিজেপিও মদত যোগাচ্ছে, ক্ষোভের সুরে বলেন বিজনবাবু৷ তিনি আরও উল্লেখ করেন, রাজ্য সরকার শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চাইছে৷ কিন্তু বিজেপি এবং তাদের সঙ্গে যুক্ত অন্যান্যরা সারা রাজ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *