নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ প্রেমে প্রতারণার শিকার হয়ে গলা ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল অন্তঃসত্ত্বা যুবতী৷ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রাম এমসি টিলায়৷ দারিদ্রসীমার নিয়ে বসবাসকারী পরিবারের আট মাসের গর্ভবর্তী একুশ বছরের কন্যা অপর্ণা সরকার প্রেমিকের ছলনার শিকার হয়ে অপমান ও লোকনিন্দার যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে৷ এই ঘটনায় দোষী যুবকের উপযুক্ত শাস্তির দাবী করেছেন মৃতার পরিবার ও গ্রামবাসীরা৷ ঘটনার বিবরণ দিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, এগারো জুলাই সকালে গান্ধীগ্রাম এমসি টিলার এক দরিদ্র বাসিন্দার কন্যা অপর্ণা সরকার নিজের বাড়ির পাশে জঙ্গলে গিয়ে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে৷ থানার পুলিশের কাছে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একই থানার অন্তর্গত তেবারিয়া খাসের টিলার বাসিন্দা বিশ্বজিৎ দাস (২৭) অপর্ণার সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে ভালবাসার সম্পর্ক বাঁধে৷ ইতিমধ্যে মেয়েটির পরিবারের লোকেরা জানতে পারে অপর্ণা আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে৷ ১০ জুলাই মেয়েটিকে নিয়ে মেয়ের মা বিশ্বজিতের বাড়ি গিয়ে দিয়ে আসেন৷ কিন্তু পরক্ষণে বিশ্বজিৎ অপর্ণাকে ফিরিয়ে দিয়ে যায়৷ গর্ভবর্তী মেয়েটি অপমান সইতে না পেরে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে পাশের জঙ্গলে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে৷ এয়ারপোর্ট থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ এই ঘটনার খবর জানা জানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ সংশ্লিষ্ট এলাকার এবং মৃতার পরিবারের লোকেরা ঘটনার তদন্ত ক্রমে দোষীর বিচারের দাবি জানিয়েছেন৷ পুলিশ ঘটনার ডায়েরি করে তদন্ত শুরু করেছে৷
2017-07-13

