BRAKING NEWS

উপ-রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী, খুশি মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): উপ-রাষ্ট্রপতি নির্বাচনে পছন্দের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে বেছে নিলেন বিরোধীরা| উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছতে মঙ্গলবার বৈঠকে বসে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সহ ১৮টি বিরোধী দল| বিরোধীদের আলোচনা-বৈঠকে একমাত্র গোপালকৃষ্ণ গান্ধীর  নামই উঠে এসেছে| সূত্রের খবর, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসই গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছে| বিরোধী দলের অনেকেই সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন| এরপরই উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের পছন্দের প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধীর নাম ঘোষণা করা হয়| টুইট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘গোপাল গান্ধীজী আপনাকে অভিনন্দন|’

পছন্দের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছতে মঙ্গলবার বিরোধীরা যে বৈঠকের ডাক দিয়েছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সিপিএম-এর সাধারণ সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, সমাজ বাদী পার্টির নেতা নরেশ আরগওয়াল, বহুজন সমাজ পার্টির নেতা সতীশ চন্দ্র মিশ্র, নীতীশ কুমারের দল জেডিইউ থেকে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শরদ যাদব প্রমুখরা|

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ১৯৪৫ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন| ১৯৬৮ সাল থেকে ১৯৯২ সাল পর‌্যন্ত আইএএস অফিসার হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী| তিনি প্রখ্যাত লেখন রাজমোহন গান্ধীর ভাই| এছাড়াও লেসোথো-তে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী|

উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে আগামী ৫ আগস্ট| ফল ঘোষণা হবে ওই একই দিনে| উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হল ১৮ জুলাই| ১৯ জুলাই মনোনয়নপত্র খতিয়ে দেখবে কমিশন| এখনও পর‌্যন্ত যা খবর, তাতে বিজেপি আগামী ১৩ জুলাই উপ-রাষ্ট্রপতি পদে তাঁদের প্রার্থীর নাম ঠিক করবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *