BRAKING NEWS

দেশে ফিরে বাদুড়িয়ার পরিস্থিতি নিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : ইজরায়েল সফর সেরে দেশে ফিরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| হামৱুর্গে জি-২০ সম্মেলনে গিয়েছিলেন| রাজনাথ সিং ফোনে মোদীকে বাদুড়িয়ার পরিস্থিতির কথা জানিয়েছিলেন| বৈঠকের মাঝে মাঝে খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী| এবার দেশে ফেরার পর রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন | সিকিম নিয়েও তিনি কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে|
সূত্রের খবর, ইজরায়েল সফর ও জি-২০ বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী খবর নিচ্ছিলেন| দেশে ফিরেই তিনি পরিস্থিতি পর‌্যালোচনায় বসেন| প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা থামাতে ব্যবস্থা নিতে পারেননি| উলটে তিনি রাজনীতি | নিজেই চিঠি লিখে জানাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী দরকার নেই| তারপরই আবার কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন| প্রধানমন্ত্রী বসিরহাটের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন| তিনি বিদেশ থেকেই রাজনাথ সিংকে সমস্ত রকম পদক্ষেপ করতে বলেছিলেন|
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বসিরহাট, বাদুড়িয়াকে রাজনীতির আখড়া করে তুলেছেন, তাতে যারপরনাই ক্ষুব্ধ নরেন্দ্র মোদী| সিকিমের পরিস্থিতি নিয়ে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *