BRAKING NEWS

টুইটারে সরতাজ আজিজকে তীব্র আক্রমন করলেন সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) :টুইটারে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজকে তীব্র আক্রমন করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ভারতের চর অভিযোগে পাকিস্তানের হাতে বন্দি কূলভূষণ যাদবের মায়ের জন্য ভিসা চেয়ে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজকে ব্যক্তিগত চিঠি লিখেিছলেন ভারতের বিদেশমন্ত্রী | সেই চিঠির প্রাপ্তিস্বীকারটুকুও করেননি আজিজ| যা নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| সোমবার একের পর এক টুইট করে তিনি লিখেছেন, তিনি লেখেন, কূলভূষণের মা অবন্তিকা যাদবও ছেলের সঙ্গে সাক্ষাত্ চেয়ে পাকিস্তানে ভিসার আবেদন করেছেন| এ জন্য তিনি নিজে ব্যক্তিগত চিঠি লেখেন আজিজকে| কিন্তু সেই চিঠির প্রাপ্তিস্বীকারের সৌজন্যটুকুও আজিজ করেননি| এদিনের টুইটে পাক নাগরিকদের ভারতের চিকিত্সার প্রসঙ্গ তুলে তিনি আরও লেখেন, যে পাক নাগরিকরা চিকিত্সার জন্য এ দেশে আসতে মেডিক্যাল ভিসা চাইছেন, তাঁদের প্রতি তাঁর সহানুভূতি আছে| কিন্তু পাক বিদেশমন্ত্রীর কাছ থেকে প্রস্তাব না এলে সেই ভিসার আবেদন গ্রাহ্য করা সম্ভব নয়|

সীমান্ত সন্ত্রাস নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছেই| তা সত্ত্বেও বিপদগ্রস্ত পাকিস্তানি নাগরিকদের ভারতে আসার ভিসা পাইয়ে দিয়েছেন| অথচ ইসলামাবাদে মৃতু্যদণ্ডের সাজাপ্রাপ্ত কুলভূষণ যাদবের মায়ের বেলায় গড়িমসি করছে পাকিস্তান সরকার | যার জেরে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেন নি বিদেশমন্ত্রী | সোমবার সকালে পাকিস্তানের বিদেশমন্ত্রী সরতাজ আজিজকে নিশানা করে পর পর বেশ কয়েকটি টুইট করেন তিনি| তাতে লেখেন, চিকিত্সার প্রয়োজনে যে সমস্ত পাকিস্তানি নাগরিক ভারতে আসার আবেদন জানিয়েছেন, তাঁদের সকলের প্রতিই সমবেদনা রয়েছে আমার | নিজের দেশের নাগরিকদের আবেদন নিশ্চয়ই বিবেচনা করে দেখেছেন সরতাজ আজিজ| ইসলামাবাদ সুপারিশেই পাক নাগরিকদের মেডিক্যাল ভিসা মঞ্জুর করি আমরা| আর আজিজ নিজের দেশের মানুষের আবেদন মঞ্জুর করবেনই বা না কেন? তবে কিছুদিন আগে সরতাজ আজিজকে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছিলাম আমি| ভারতীয় নাগরিক শ্রীমতি অবন্তিকা যাদবের ভিসার আবেদন মঞ্জুর করতে অনুরোধ জানিয়েছিলাম| নিজের ছেলেকে দেখতে পাকিস্তান যেতে চান উনি| সেই ছেলে যাঁকে পাকিস্তানে মৃতু্যদণ্ডের সাজা শোনানো হয়েছে| কিন্তু ভিসা মঞ্জুর করা তো দূর, চিঠির জবাব দেওয়ার ভদ্রতাটুকু দেখাননি আজিজ| তবে এতে বিপদগ্রস্ত পাক নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই| সবকিছু আগের মতোই চলবে| ইসলাবাবাদের সুপারিশ পেলে, যত তাড়াতাড়ি সম্ভব মেডিক্যাল ভিসার ব্যবস্থা করে দেব আমরা|

উল্লেখ্য, চরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবকে গত বছর গে্রফতার করে পাক সেনা| উপযুক্ত প্রমাণপত্র ছাড়াই এ বছরের শুরুতে তাঁকে মৃতু্যদণ্ডে দণ্ডিত করে সেখানকার সামরিক আদালত| সেই থেকে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করতে চেয়ে ইসলামাবাদকে আর্জি জানিয়েছে ভারত| কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরে আসতে হয়েছে| উপায়ান্তর না দেখে শেষ পর‌্যন্ত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় দিল্লি| ভারতের আর্জিতে সাড়া দিয়ে গত ১৮ মে কুলভূষণের মৃতু্যদণ্ডে স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত| মামলার নিষ্পত্তি না হওয়া পর‌্যন্ত কুলভূষণকে ফাঁসি দেওয়া যাবে না বল ইসলামাবাদকে সাফ জানিয়ে দেন প্রেসিডেন্টবিচারপতি| তারপরই কুলভূষণের মায়ের ভিসার জন্য আবেদন করা হয়| কিন্তু সেই নিয়ে টুঁ শব্দটি করেনি ইসলামাবাদ| অথচ সেই অবস্থাতেই একাধিক পাকিস্তানি নাগরিকের মেডিক্যাল ভিসার আবেদন মঞ্জুর করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ|

সম্প্রতি মুখের ক্যান্সারে আক্রান্ত ২৫ বছর বয়সী পাক নাগরিক ফয়জা তনভিও মেডিক্যাল ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন| কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে তাঁর আবেদন খারিজ করে ইসলামাবাদ| বাধ্য হয়ে টুইটারে সুষমা স্বরাজের সাহায্য চান তিনি| জবাবে বিদেশমন্ত্রী লেখেন, পাকিস্তান সরকারের সুপারিশ পেলে তবেই মেডিক্যাল ভিসা মঞ্জুর করি আমরা | নিজের দেশের নাগরিকের আবেদনে সরতাজ আজিজ কেন সাড়া দিচ্ছেন না ৱুঝতে পারছি না| এদিকে পাকিস্তান সরকারের সুপারিশ ছাড়াই ফয়জার চিকিত্সা করতে রাজি হয়েছে গাজ়িয়াবাদে ইন্ডারপ্রাস্থা ডেন্টাল কলেজে ও হাসপাতাল (আইডিসিএইচ) | ইতিমধ্যেই চিকিৎসার জন্য আইডিসিএইচ- কে ১০ লাখ টাকা দিয়েছেন ফয়জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *